মেঘালয়ে নিহত বেড়ে ৩
ভারতের মেঘালয় রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রোববার খবরে বলা হয়, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিএএ ও ইনার লাইন পারমিট (আইএলপি) নিয়ে আলোচনার সময় মেঘালয়ে খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) এবং অ-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়।
এতে এ পর্যন্ত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি হয়েছে শিলঙে। ইন্টারনেট বন্ধ করা হয়েছে রাজ্যের আরও ছ’ জেলায়।
এক টুইটে মেঘালয় পুলিশ জানিয়েছে, ‘শুক্রবার দুপুরে খাসি ছাত্র সংগঠন, (কেএসইউ)-এর বৈঠকের পরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। (কেএসইউ) সদস্যদের সঙ্গে অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে ভাঙচুর চালানো হয় বেশ কিছু গাড়িতে। একটি খড়ে গাদায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষেই নিহত হন এক (কেএসইউ) সদস্য।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে আহত হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড শর্মা। শান্তি বজায় রাখতে আবেদন করে টুইট করেছেন রাজ্যপাল তথাগত রায়।