ওসমানীনগরে অ্যাডভোকেসি কর্মশালা
সিলেটের ওসমানীনগরে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অভিবাসীদের আর্থিক সেবা নিশ্চিতকরনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এন জি ও সংস্থা ব্রাকের (প্রত্যাশার) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে উত্তর গোয়ালাবাজারস্থ সাদীমহর কমিউনিটি সেন্টারে ব্রাকের (বি ডি সি) বিভাষ চন্দ্র তরফদারের সভাপতিত্বে ও আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক, মেডিকেল অফিসার ডা:গৌরী রানী দেবনাথ, এস এম মশিউর আলম (মুছা)সহ স্থানীয় বিভিন্ন ব্যাংকের ম্যানেজারগণ।