ঢাকা-সিলেট চার লেন: এডিবি চায় পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের হস্তক্ষেপ কামনা করে বলছে- আগামী জুনের মধ্যে প্রকল্পটি অনুমোদন করাতে হবে। তা না হলে আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পটির বাস্তবায়ন বিলম্বিত হতে পারে।
এ বিষয়ে এডিবি’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তাকে অবহিত করেছেন। এ সময় দ্রুত প্রকল্প অনুমোদনের বিষয়ে প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন জুন মাসের মধ্যে অনুমোদনের ব্যবস্থা গ্রহণ করেন সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কান্ট্রি ডিরেক্টর।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ার কথা ছিল গত জানুয়ারি মাসে। সে লক্ষ্যে এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে চুক্তি করেছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ ও সমীক্ষার কাজও শুরু হয়ে গেছে। কিন্তু প্রকল্পটি নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে কিছু আমলাতান্ত্রিক জটিলতা।
এডিবি বলছে- ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্পটি আগামী জুন মাসের মধ্যে অনুমোদন করা গেলে তারা এ প্রকল্পের জন্য অর্থ ছাড় করতে প্রস্তুত। আর জুন মাসের মধ্যে প্রকল্প অনুমোদন করা না গেলে এ প্রকল্পের কাজ এক বছর পিছিয়ে যাবে। এতে নতুন প্রকল্প চলে আসতে পারে এবং এ অর্থ অন্য খাতে চলে যেতে পারে। ফলে এ প্রকল্পে এডিবির অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে।
প্রসঙ্গত : ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করতে ভূমি অধিগ্রহণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ভূমি অধিগ্রহণ ও সড়কের পাশের ইউটিলিটি স্থানান্তরের জন্য ইতিমধ্যে সরকার ৩ হাজার ৮৮৫ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে চলতি অর্থবছরে বরাদ্দ ৮৫১ কোটি টাকা। ভূমি অধিগ্রহণ ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে।