১৪ লাখ টাকার চোরাচালানসহ আটক ২

জৈন্তাপুর থেকে ভারতীয় ১৪ লাখ টাকার চোরাচালান মালামালসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটক দুজন হলো- মোগলাবাজার থানাধীন সিলাম মোল্লারচক এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাহি (২০) ও জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৩০)।

শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

জানা যায়. ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চিকনাগুল ঘাটেরচটি এলাকায় চেকপোস্ট বসিয়ে সিলেটগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৭৭৮৩) ট্রাকে তল্লাশি অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় বিপুল পরিমাণ ভারতীয় টিস্যু কাপড় জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ১৪ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ