র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গোলাপগঞ্জ-বিশ্বনাথে দু’জন নিহত

গোলাপগঞ্জ থানাধিন কদুপুর এলাকায় এক অভিযানে র‌্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ আলী হোসেন (৪০) নামের সন্ত্রাসী নিহত হয়েছে।  এসময় আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও সে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে। র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলী হোসেনকে গ্রেফতার করতে অভিযান চালালে সে তার দলবল নিয়ে গুলি ছুঁড়ে। এসময় র‌্যাব পালটা গুলি চালালে আলী হোসেন নিহত হয়।

এদিকে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছে সিলেটের বিশ্বনাথে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইবাস সড়ক  এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, কাটা গাছের গুড়ি ও করাতসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি ডাকাতদল সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের একটি দল প্রথমে সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, এসআই নূর হোসেন, দেবাশীষ শর্ম্মা নিজের ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি বাড়ছে টের পেয়ে ডাকাতদল দুটি ভাগে বিভক্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় জানতে পুলিশ চেষ্ঠা করছে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার ছাড়াও সড়কে পড়ে থাকা কাটা গাছের গুড়ি ও করাত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ