ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে ১শ` কোটি টাকার মানহানি মামলা  করায় নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা  পুড়িয়েছে মাদারীপুরের পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

আজ সকালে মাদারীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই ইউনিয়নের সদস্যরা। এসময় সড়কে টায়ার জ্বলিয়ে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শ্রমিকরা। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুল, সহ-সভাপতি ডাবলু বেপারী সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল হাওলাদার, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চুন্নু প্রমুখ। এসময় শ্রমিকরা ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করে।

প্রসঙ্গত, কয়েকমাস আগে সরকার পরিবহন আইন কঠোরতর করার পর ইলিয়াস কাঞ্চনকে পরিবহন শ্রমিকরা বাস টার্মিনালগুলোতে অবাঞ্ছিত ঘোষণা করেছিল। সেই প্রেক্ষাপটে গত ডিসেম্বরে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সাবেক মন্ত্রী শাজাহান খান তার বক্তব্যে ইলিয়াস কাঞ্চনের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই বক্তব্যকেই উল্লেখ করে মামলাটি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ