পদ্মা সেতুর সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
ব্যয় ১৬’শ কোটি টাকা
পদ্মা সেতুর সুবিধা যেন সকলে পান সেই দিক বিবেচনায় রেখে সেতুর সঙ্গে বিদ্যমান সড়কে নতুন করে সংযোজিত হয়েছে শরিয়তপুর-জাজিরা-নাওডোবা সড়ক প্রকল্প (পদ্মা ব্রিজ অ্যাপ্রোচ)। এ প্রকল্পে প্রায় ১ হাজার ৬৮২ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
শরিয়তপুর-জাজিরা-নাওডোবা (পদ্মা ব্রিজ অ্যাপ্রোচ) সড়ক উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় একনেক সভায় তোলা হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনএসি সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ প্রকল্পটি ২০২২ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। এছাড়া প্রকল্পের সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।
প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ আছে, বর্তমানে শরিয়তপুর জেলার বাসিন্দাদের কাওড়াকান্দি (কাঁঠালবাড়ি) ফেরিঘাট হয়ে ঢাকাসহ সারা দেশের সঙ্গে যোগাযোগ করতে হয়। বর্তমানে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতাধীন জাজিরা প্রান্তে একটি সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে।এই সংযোগ সড়কের সঙ্গে শরিয়তপুরের সরাসরি যোগাযোগ স্থাপন করতে হলে জাজিরা থেকে নাওডোবা পর্যন্ত নতুন করে দুই কিলোমিটার সড়ক নির্মাণ করতে হবে।