মা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
২০০৪ সালে মা রৌশন বালা সরকারকে ভাত দিতে বলেন। ভাত না দেয়ায় বাঁশের লাঠি দিয়ে মাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন ছেলে। মায়ের চিৎকার শুনে দীপুর বৌদি তুলন সরকার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা রৌশন বালা সরকারকে মৃত ঘোষণা করেন। এই মামলার রায়ে আজ ছেলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাছিম রেজার আদালত এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি উপজেলার একতারপুর নোয়াহাটি গ্রামের রাজমোহন সরকারের ছেলে দীপু সরকার।
২০০৪ সালের ১৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মাধবপুর থানার তৎকালীন এসআই শ্যামল চন্দ্র পাল তদন্ত শেষে দীপু সরকারকে আসামি করে আদালতে প্রতিবেদন দেন। ২৪ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন বিচারক।