জেলা প্রশাসককে নিয়ে উন্নয়নকাজ পরিদর্শনে মেয়র আরিফ
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে সাথে নিয়ে নগরীরর উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উদ্দিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা।
সোমবার বিকাল ৪টার দিকে তারা পরিদর্শনে বের হন। জেলা প্রশাসক ও সিসিক মেয়র প্রথমে জিন্দাবাজারস্থ কাস্টম অফিস সংলগ্ন পুকুর সংস্কার ও গার্ড ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তারা রাস্তা সম্প্রসারণ ও ড্রেন নির্মাণের কাজও পরিদর্শন করেন।