এডভোকেট নিজাম উদ্দিন সিলেটের নতুন পিপি
সিলেট জেলা ও মহানগর দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিউকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট নিজাম উদ্দিন। এর আগে ১৯৯৬-০১ সাথে সরকারের সহকারী পিপির দায়িত্ব পালন করেন।
তিনি জেলা বারের আইনজীবি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ সংক্রান্ত আদেশ পাওয়ার বিষয়টি কালের সিলেটকে নিশ্চিত করেন তিনি।
এছাড়াও নিজাম উদ্দিন ১৯৮০-৮৩ সালে নিজাম উদ্দিন সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৮৩-৮৬ সালে তিনি জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক থাকাকালে এরশাদ বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কর্মী হিসেবে কারাবরণও করতে হয় তাকে।
এর আগে এই দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ।