সর্বশেষ

সিলেট থেকে চুরি হওয়া ৬৩টি মোবাইল ফোন উদ্ধার

আটক ৪

সিলেট থেকে চোরাই হওয়া ৬৩টি মোাবাইল ফোন চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। এসব ফোনের মূল্য প্রায় ৫ লাখ টাকা। ঘটনায় জড়িত চোর চক্রের চারজনকে আটক করেছে  চট্টগ্রাম পুলিশ।

নগরীর চৌহাট্টায় আরএন টাওয়ারের নিচতলায় স্যামসাং মোবাইল ফোনের শোরুম থেকে এমন মোবাইল ফোন চুরি হয় গত ৭ জানুয়ারি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা ।

আটক চারজন হলেন- চট্টগ্রামের সাতকানিয়া থানার শিববাড়ির আরাফাত হোসেন (২৭), বন্দর থানার পকেট গেইট কলসিদিঘীরপাড়ের রুবেল শেখ (২৫), একই থানার মাইলের মাথার মনসুর বিল্ডিংয়ের শফিকুল ইসলাম (৩০) ও একই এলাকার ইমরানের বিল্ডিংয়ের রেজাউল ইসলাম।

গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের সহযোগিতায় সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ‘গত ৭ জানুয়ারি সিলেট নগরীর চৌহাট্টাস্থ আর এন টাওয়ারে স্যামসাং শোরুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জানুয়ারি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোরদের সনাক্ত করে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।’

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা পেশাদার চোর। রোববার তাদেরকে সিলেট আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ