দ্বীপ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ
কলেজছাত্র অভিষেক দে দ্বীপ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সিলেটের টিলাগড়ে বিক্ষোভ করেছে তার সহপাঠী শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এমসি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিলাগড় পয়েন্টে যান শিক্ষার্থীরা।
এর আগে টিলাগড় পয়েন্টে মানববন্ধন করতে গেলে পুলিশের অনুরোধে কর্মসূচি পরিবর্তন করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
নিহত অভিষেকের চাচাতো ভাই বিজয় দে বলেন, পুলিশের অনুমতি নিয়ে পরবর্তীতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করবেন।