নবীগঞ্জে বাস চাপায় নারী নিহত
হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, রবিবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনাজপুর গ্রামে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যাহর স্ত্রী ফুলজান বিবি। চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা ফুলজান বিবি। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কস্থ মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির সিলেটগামী একটি যাত্রী বাস ফুলজান বিবিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফুলজান বিবির মৃত্যু হয়।
নিহত ফুলজান বিবি উপজেলার দীঘলবাক ইউনিয়নের মশিবপুর গ্রামের মৃত ওয়াছিল উল্ল্যাহর স্ত্রী।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়াঁ বলেন, ‘দুর্ঘটনার পর পর ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি স্বাভাবিক করি, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়া দাফন কাজ সম্পন্ন করার আবেদন করেছে, আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’