পাথর উত্তোলন বন্ধে মাইকিং

কোম্পানীগঞ্জে শাহ আরফিন টিলায় গর্ত করে পাথর উত্তোলন বন্ধ করতে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত থানা পুলিশের পক্ষ থেকে এ মাইকিং করে।

মাইকিংয়ে বলা হয়, শাহ আরফিন টিলা থেকে পাথর উত্তোলন বন্ধের জন্য হাইকোর্টের আদেশ রয়েছে। এই আদেশ অমান্য করে যারা টিলা কেটে, গর্ত করে পাথর উত্তোলন করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার কানু বলেন, শাহ আরফিন টিলায় হাই কোর্টের আদের্শ অমান্য করে কোনভাবেই অবৈধভাবে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে সকল ধরনের ব্যবস্থা প্রসাশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। শাহ আরফিন টিলা ছাড়াও উৎমা এলাকার এডিএমএ’র বাগানসহ যেসব স্থানে অবৈধভাবে পাথর উত্তোলন হচ্ছে তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধভাবে পাথর উত্তোলনের নেপথ্যে যারা রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ