সর্বশেষ

বীজতলায় হাঁস যাওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জে খুন

হবিগঞ্জের লাখাইয়ে বোরো বীজতলায় হাঁস যাওয়াকে কেন্দ্র করে মফিজুল মিয়া নামে এক ব্যক্তিকে তার চাচাত ভাই কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আহত হয়েছে।তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার আমান উল্লাহপুর গ্রামে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মফিজ একই গ্রামের ধনু মিয়ার ছেলে। তার চাচাত ভাই আছখির মিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল বলে জানা যায়।

লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, মফিজুলের সঙ্গে তার চাচাত ভাই আছখির মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। বিকালে মফিজুলের কয়েকটি হাঁস আছখিরের বোরো বীজতলায় যায়। এ নিয়ে দুইজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আছখির দা দিয়ে কোপালে মফিজুল ঘটনাস্থলেই নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ