করোনাভাইরাসের মারণ আঘাত এবার ভারতে

১ জনের মৃত্যু

করোনাভাইরাসের মারণ আঘাত এবার এসে লেগেছে ভারতেও। মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মনির হোসেন নামের এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। করোনাভাইরাসে মারা যাওয়া প্রথম ভারতীয় তিনি।

বৃহস্পতিবার ভোরে মনিরের মৃত্যুর খবর জানিয়ে ত্রিপুরায় তার গ্রামের বাড়িতে ফোন করেন কুয়ালালামপুর থেকে এক সহকর্মী। মনিরের নানা শহিদ মিয়াঁ বিষয়টি জানিয়েছেন।

শাজাহান মিয়াঁর ছেলে মনিরের বাড়ি সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার পুরাথল রাজনগরে। তিনি ২০১৮ সালে মালয়েশিয়ায় গিয়ে কুয়ালালামপুরে এক রেস্তরাঁয় কাজ নেন। সরকারিভাবে অবশ্য এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।

মনিরের মরদেহ দেশে আনতে তার পরিবার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত মালয়েশিয়ায় কোনও ভারতীয়ের মৃত্যুর খবর নেই বলে জানান রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিবার ও কল্যাণ কর্মকর্তা।

ত্রিপুরা সরকার এই বিষয়ে জানতে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সরকার এই বিষয়ে কিছু জানায়নি।

এদিকে প্রথমবারের মতো ভারতের কেরালা রাজ্যে এক ছাত্রের শরীরে প্রাণঘাতী নভেল কোরানাভাইরাস ধরা পড়েছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ