২ কোটি টাকার অবৈধ সরঞ্জাম ধ্বংস

সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথর কোয়ারীতে টাস্কফোর্সের অভিযানে ১৫টি শেলু মেশিন, ৬টি বোমা মেশিনসহ যান্ত্রিক পদ্ধতির ২কোটি টাকার ইকুপম্যান্ট ধ্বংস করা হয়।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের নেতৃত্বে সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের প্রক্রিয়ায় যুক্ত শেলু ও বোমা মেশিন চালানোর অপরাধে এ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অবৈধ যে কোন কর্মকাণ্ড বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অব্যাহত রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ