নগরে ধাপে ধাপে যানজট
নগরীর উন্নয়ন কর্মকাণ্ডের ফলে ধাপে ধাপে যানজটের সৃষ্টি হচ্ছে। এ যানজটের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসী ও সিলেটে আসা বহিরাঞ্চলের মানুষজনের। এছাড়াও স্কুল-কলেজ ছুটির পর নগরীর বেশ কিছু স্থানে যানবাহন সংকটে পড়ছে শিক্ষার্থীরা।
নগরীর বাস টার্মিনাল, উপশহর, সুবহানীঘাট, শিবগঞ্জ, টিলাগড়, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, মদিনা মার্কেটে যানজট লেগে থাকে বেশি। সকাল বেলা যানবাহনের চাপ কম থাকলেও বেলা গড়াতে গড়াতে যানজটের সমস্যা দেখা দেয়। দুপুরের দিকে স্কুল-কলেজ ছুটির পর যানজটের পাশাপাশি যানবাহনের সংকটও তীব্র আকার ধারণ করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগে পড়তে হয়।
দীর্ঘদিন ধরে নগরীর উন্নয়ন কর্মকাণ্ডের ফলে সড়কে দু’দিক দিয়ে মালামাল রাখার ফলে একদিকে পথচারী চলাচলে অসুবিধা হচ্ছে, অন্যদিকে যান চলাচলে বিঘœ ঘটছে। অনেক জায়গায় কাজের ধীর গতিও লক্ষ্য করা গেছে। কাজ শেষে মালামাল ও যন্ত্রাংশও সাথে সরানো হচ্ছে না।
দিনভর নগরীর বিশেষ বিশেষ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের চেষ্টায়ও যানজট নিয়ন্ত্রণে আসছে না। ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যানজট নিয়ন্ত্রণে নেমে পড়েন রাস্তায়। দীর্ঘ চেষ্টায়ও দুপুর, বিকেল ও সন্ধ্যায় লেগে থাকা যানজট কমানো যাচ্ছে না।
কাজ দ্রæত সম্পন্ন ও কাজ শেষে মালামাল সরিয়ে নিলে যানজট কমবে বলে মত প্রকাশ করেছেন পথচারীরা।