পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা
বহুখাতভিত্তিক অংশগ্রহণ ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা বুধবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে দ্বি-মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাড.আবুল হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিসজিৎ চক্রবর্তী, কেয়ার ম্যানেজার হাসানুজ্জামান, টেকনিক্যাল অফিসার নাজমুল হাসান প্রমুখ।