ইভিএম নিয়ে যা বললেন ড. রেজা কিবরিয়া
কালের সিলেট ডেস্ক : গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইভিএম হলো আসলে ইলেকট্রনিক ভোট ফ্রড (ইভিএফ)।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণফোরামের কর্মীসমাবেশে এ মন্তব্য করেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, ইভিএম কোনো সৎ উদ্দেশ্যে করা হয়নি। দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। ভোট নিয়ে মানুষের মনে বিন্দুমাত্র আপত্তি বা সন্দেহ থাকলে সেটি কাগজে চেক করার সুযোগ থাকে। কিন্তু ইভিএমে চেক করার কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে- এখন এটি আপনাদের মেনে নিতে হবে- এটি গণতন্ত্র হতে পারে না। পৃথিবীর মাত্র চার দেশে ইভিএম চালু আছে। ৩১ দেশ এটির অনুশীলন করেছে, তারা এটি নিয়ে গবেষণা করেছে। তারা দেখেছে যে মানুষের আসল গণতন্ত্র এটিতে ধ্বংস হতে পারে। সেই সঙ্গে ইভিএম যে মানুষের ভোট বিকৃত করার সুযোগ তা তারা বুঝেছে।
চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি।