নয়া অনলাইন গণমাধ্যম ‘কালের সিলেট ডটকম’
সিলেটে অগণিত অনলাইন গণমাধ্যমের ভিড়ে নতুন আঙ্গিকে ও ভিন্ন ধারায় ‘কালের সিলেট ডটকম’ যাত্রা শুরু করতে যাচ্ছে। সংবাদ জগতে এখন আধুনিকায়নের ছুঁয়া। পত্রপত্রিকার পাশাপাশি এখন অনলাইন গণমাধ্যমের ভ‚মিকাও অপরিসীম।
দেশের সমসাময়িক ঘটনাবলি, ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা, শিক্ষা, খেলাধুলা, বিনোদন, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কালের সিলেট এর আয়োজন রয়েছে। আমরা চাই, সমাজের অসঙ্গতি দূর করে একটি সুন্দর সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অংশিদার হতে। আমাদের প্রত্যাশা সকলের মতোই- একটি সুখি-সমৃদ্ধ দেশ, উন্নত শিক্ষাব্যবস্থা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনের সু-শাসন, অর্থনৈতিক উন্নতি, সামাজিক-পারিবারিক বন্ধন, দূষণমুক্ত সুন্দর পরিবেশ, দুর্ঘটনা প্রতিরোধে সচেতন একটি বাংলাদেশ।
বাংলাদেশের পূণ্যভূমি খ্যাত রাজ্য সিলেট। এ অঞ্চলের রয়েছে অহংকার করার মতো ইতিহাস। রয়েছে ঐতিহ্য। কমলা, সাতকড়া, ঐতিহ্যের ধারক সিলেটের কিনব্রিজ, আলী আমজদের ঘড়ি, প্রকৃতিক কন্যা জাফলং, জৈন্তিয়া রাজবাড়ি, বিছনাকান্দি, জলার বন রাতারগুল, সাদা পাথর, বিশাল বিস্তৃত চা-বাগান, হাওররাজ্য সুনামগঞ্জে রয়েছে ‘দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর, নলুয়ার হাওর, মাধকুন্ডের ঝর্নাধারা, শ্রীমঙ্গলের সাত রঙ্গের চা, আনারস ইত্যাদি। এছাড়াও শিল্পখাতে সিলেটের অবদান অতুলনীয়। সিলেটের চা, বালু-পাথর, সিমেন্ট ইত্যাদি দেশ-বিদেশের সর্বত্রই রপ্তানি করা হয়ে থাকে। দেশের সবচে’ বড় রেমিট্যান্স আসে সিলেটের প্রবাসীদের কাছ থেকে। এরচে’ বড় ইতিহাস ৭শ’ বছর ধরে বহন করে আসছে ওলিকুল শিরমনী হযরত শাহজালাল (রহ.) এর মাজার। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে অগণিত লোকজন আসেন। হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ’র পাশাপাশি তাঁর সফর সঙ্গী হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলমান হযরত বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করে থাকেন।
সংবাদ জগতের ইতিহাসে ঠাঁই রয়েছে আধ্যাত্মিক রাজধানী সিলেটের। এ অঞ্চলে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরাও সে পথের পথিক। সিলেটের গণমাধ্যমে ভ‚মিকা রাখতে আমাদের সে প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকলের সাথে মিলে মিশে সমাজের কুসংস্কার দূর করতে সিলেটসহ দেশের উন্নতি সাধনে আমরা বদ্ধপরিকর। আমাদের পথচলায় সকল মহলের সহযোগিতা কামনা করছি।