ছাতকে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত

কালের সিলেট :: বিশ্বের সকল সেবিকাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত হয়েছে। শুক্রবার (১২মে) সকালে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে সকল সেবিকাদের শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট করা হয়েছে দিনটি।

আজকের দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। তিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা।

জানা যায়, ১৯৬৫ সালে প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। এই দিন সমাজ সংস্কারক, পরিসংখ্যানবিদ এবং আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতার জন্মদিন। তাঁর জন্মদিনকেই নির্দিষ্ট করা হয়েছে নার্সিং দিবস হিসেবে।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সকল নার্স ও মিডওয়েলফারীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী।

বিশেষ অতিথি আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সাইদুর রহমান, মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ সনি, নার্সিং সুপারভাইজার স্মৃতি মন্ডল, নার্সিং ইনচার্জ রেবেকা সুলতানা সুমি।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র স্টাফ নার্স রেনেসা মারাক, সমরিয়া রংদি, ফাতেমাতুজ জোহরা, শারমিন সুলতানা, সুমাইয়া ইসলাম, শাহিদা বেগম, মল্লিকা বেগম, নিলু চিসিম, পপি আক্তার, সাবিনা আক্তার ও মিডওয়াইফ দের, নাম হল,মাসুমা বেগম,সাইদা আক্তার,শাবানা বেগম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রদীপ কুমার, স্টোর কিপার জয়নাল আবেদীন, এমটি (ইপিআই) স্বপন কুমার রায়, কামরুল ইসলাম, সিএইচসিপি জাহেদ আহমেদ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ