চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানজিম (১৬) নামের নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

তানজিম উপজেলার ৯ নম্বররাণীগাঁও ইউনিয়নের চাটপাড়াফকির বাড়ির বাসিন্দা শাহ্ ইকবাল মিয়ার ছোট ছেলে। সে চাটপাড়া আইডিয়াল একাডেমির নবম শ্রেণীর ছাত্র ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শাহ তানজিম বাড়ির ডিপ টিউবওয়েল বসানো অবস্থায় এলোমেলো বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে।

তাৎক্ষণিক বিদ্যুতায়িত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহ তানজিমকে মৃত ঘোষণা করে।

চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ