মকন মিয়া চেয়ারম্যানের রূহের মাগফেরাত কামনায় মোল্লারগাওঁ ইউনিয়নের মিলাদ মাহফিল

কালের সিলেট :: সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি বাংলাদেশ হযরত শাহজালাল (রহঃ) মাজার ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের মৃত্যুতে ১নং মোল্লারগাওঁ ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে মরহুম মকন মিয়া চেয়ারম্যানের বিদেহী আত্মার সুখ ও শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (২৪ এপ্রিল) বাদ এশা ১নং মোল্লারগাওঁ ইউনিয়নের তেলিরাই জামে মসজিদে মরহুম মকন মিয়া চেয়ারম্যানের রূহের মাগফেরাত কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সহসভাপতি হাজী সাহাব উদ্দিন, ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক খান, জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ।
আরো উপস্থিত ছিলেন সাকিল মোর্শেদ, মনিরুল ইসলাম তুরন, আফতাব আলী, গুলজার আহমদ, আনোরুল ইসলাম, সুহেল ইবনে রাজা, মিজানুর রহমান মিজান, এমদাদ হোসেন, মো. মোস্তফা মিয়া, লোকমান আহমেদ, মরহুমের বড় ছেলে মতিউর রহমান মতি, ২য় ছেলে শেখ মুজিবুর রহমান মজিব, ৪র্থ ছেলে মাহবুবুর রহমান মঞ্জু, ৫ম ছেলে মাহবুবুর রহমান মুন্না প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ