বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য হলেন দিরাই’র আব্দুল মুহিত সোহাগ

 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার টংগর গ্রামের আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাসুক মিয়ার ছেলে আব্দুল মুহিত সোহাগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি তাকে কেন্দ্রীয় সদস্য পদে অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছে।

মুহিত দীর্ঘদিন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। দলের প্রতি তার আনুগত্য ও কর্মতৎপরতার কারণে তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, মুহিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের মরহুম আলহাজ্ব মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীতে বসবাস করছেন। মুহিতের পুরো পরিবার দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত।

এ ব্যাপারে ছাত্রলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আব্দুল মুহিত সোহাগ বলেন, ‘পারিবারিকভাবেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভাবাদর্শ অন্তরে লালন করি। আমার বাবা সারাজীবন আওয়ামী লীগের রাজনীতি করে গেছেন। আমাকে যথাযথ মূল্যায়ন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। রাজনীতিতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর অনুসারী মুহিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ