আমিরাতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু

বয়স সবে ২৮। আরেকটু ভালোভাবে বাঁচার তাগিদে এই বয়সে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে লাশ হয়ে ফিরতে হচ্ছে এক বাংলাদেশি তরুণকে।

আমিরাতের সবচেয়ে বড় শহর শারজাহ’র আল সুয়োহ এলাকার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় ফ্লোর থেকে পড়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সোমবার তিনি মারা গেছেন। ১২ ডিসেম্বরের ওই দুর্ঘটনার পর তাকে আল কাসেমি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই যুবকের এক স্বজন জানিয়েছেন, আইসিইউতে থাকা অবস্থায় তার মস্তিষ্কে

হাসপাতাল থেকে নিহতের পরিচয় হিসেবে শুধু ‘আর.এ.এল’ প্রকাশ হয়েছে।

যে কোম্পানির হয়ে ভুক্তভোগী যুবক কাজ করছিলেন তারা জানিয়েছে, এসির কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

কোম্পানি কর্তৃপক্ষ বলছে, ছেলেটি ভ্রমণ ভিসায় আমিরাতে যান।

শারজাহ পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। ভবনটিতে কাজ করার সময় তাকে খুন করা হয়েছে কি না, সেটি খতিয়ে দেখছে ক্রিমিনাল অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

স্থানীয় কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে কর্মক্ষেত্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্ব দিতে বলেছে শারজাহ পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ