মৌলভীবাজার জেলা বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশব্যাপী নারী-শিশুদের ওপর ধর্ষণ ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শহরের চৌমূহী মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত, বদরুল আলম, শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মোক্তাদির রাজু, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহমেদ আহাদ, জেলা ছাত্রদলে সভাপতি মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, যুগ্ন সম্পাদক মোঃ শাহ আলম ও রিপন মিয়া প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ