শেরপুর প্রেসক্লাব, মৌলভীবাজার এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এলাকার মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুর ও আশপাশ উপজেলার বিভিন্ন পত্রিকাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন “শেরপুর প্রেসক্লাব” মৌলভীবাজার এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটির সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের বিগত বছরের সকল কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া আগামী কমিটি নির্বাচন, তফসিল ঘোষণা ও সদস্য অন্তর্ভূক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাঞ্চন ভৌমিক ও আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ সাহেদ মিয়া, কোষাধ্যক্ষ মোফাদ আহমেদ, দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, কার্যকরী সদস্য মাজহারুল ইসলাম রকি, আব্দুল আলীম, ফাহাদ আহমদ, রিপন মিয়া, সাধারণ সদস্য কয়েছ মিয়া, আব্দুর রহমান পারভেজ, আল আমিন সোহাগ ,জুবায়ের আহমদ, আবুল হোসেন সাজু , জালাল আহমদ, শাহাবউদ্দিন আহমদ প্রমুখ।

এদিকে খুব শীঘ্রই শেরপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সভায় সভাপতি শিহাবুর রহমান বলেছেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ