কান্সারে আক্রান্ত এসএসসি পরিক্ষার্থী সামিমা আক্তারকে আর্থিক অনুদান প্রদান

 

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এস.এস.সি পরিক্ষার্থী সামিমা আক্তার কঠিন রোগে আক্রান্ত হওয়ায় ঐ বিদ্যালয়ের ২০১৩ সালের এস.এস.সি ব্যাচ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

রবিবার ১২ ই জুলাই দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অসুস্থ শিক্ষার্থী হাতে তুলে দেয়া হয়।এতে উপস্থিত ছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক সুব্রত বিশ্বাস বিধান, হাফিজ জালাল উদ্দিন, মাওলানা আবুল হুসেন। ২০১৩ সালের এস এস সি ব্যাচ এর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন আহমেদ, রনি আহমেদ, দিপংকর দাশ, শাহ্ হাবিব ছাব্বি প্রমূখ।

২০১৩ সালের এস এস সি ব্যাচ এর ছাত্ররা বলেন, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের ১০ম শ্রেনীর একটি বোন রোগে আক্রান্ত হওয়ার কারনে আমরা যে ভাবে তার পাশে দাড়িয়েছি, আশা করি ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা ও সর্বাবস্থায় পাশে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ