বর্মাছড়া চা-বাগানে ৩০৫টি পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া’র আয়োজনে চাইল্ডফান্ড কোরিয়া এর অর্থায়নে এবং এডুকো এর সার্বিক সহযোগিতায় “ইমারজেন্সি ক্যাশ/ফুড এন্ড হাইজিন ম্যাটেরিয়াল সাপোর্ট ফর দি কোভিড-১৯ এ্যাফেক্টেড মোষ্ট ভারনারাবেল চিল্ড্রেন এন্ড কমিউনিটিস ইন বাংলাদেশ” প্রকল্পের মাধ্যমে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
উক্ত কার্যক্রম গ্রহণ করা হয় আলোয়-আলো প্রকল্প যেসকল চা-বাগান ও হাওর এলাকায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে সেসকল এলাকায়। আইডিয়া আলোয়-আলো প্রকল্প শ্রীমঙ্গল উপজেলার ০৭নং রাজঘাট ইউনিয়নের ০৬ টি চা-বাগান এলাকায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আলোয়-আলো প্রকল্প বর্মাছড়া চা-বাগান এলাকায় ৩০৫ টি দরিদ্র ও হত-দরিদ্র পরিবারের মাঝে জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে।
আইডিয়া আলোয়-আলো প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আমিনুর রহমান এর সভাপতিত্ত্বে জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং রাজঘাট ইউনিয় পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্মাছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক হাসান তারেক, ইউপি সদস্য উত্তম নায়েক ও পঞ্চায়েত সভাপতি মিষ্ঠু বাগতি।
প্রধান অতিথির বক্তব্যে বিজয় বুনার্জী বলেন, আইডিয়া আলোয়-আলো প্রকল্পে কার্যক্রম শুরু করেছিল শিশুদের মানসিক ও দৈহিক বিকাশের জন্য ইসিডি সেন্টার পরিচালনার মাধ্যমে। বর্তমান সময়ের বিবেচনায় তার এই করোনা ভাইরাস যখন মহামারী হিসেবে দেখা দিয়েছে তখন তারা জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহন করেছে। এধরনের কার্যক্রম আবশ্যই প্রশংসার দাবিদার। বিশেষ অতিথির বক্তব্যে হাসান তারেক বলেন, আলোয়-আলো প্রকল্পের কার্যক্রম শিশু সুরক্ষাই নয় শিশুর পরিবারের সুক্ষায়ও তার তাদের কার্যক্রম চলমান রেখেছে।
আলোয়-আলো প্রকল্প বাগান ব্যবস্থাপনার সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। উল্লেখ্য যে, আইডিয়া আলোয়-আলো প্রকল্প কেজুরীছাড় চা-বাগান, বর্মাছড়া চা-বাগান, উদনাছড়া চা-বাগান, বিদ্যাবিদল চা-বাগান, হরিনছড়া চা-বাগান এবং পুটিয়াছড়া চা-বাগান (ছনখলা)-এ মোট ২৫০০টি দরিদ্র ও হত-দরিদ্র পরিবারের মধ্যে জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় এডুকো চারটি সহযোগী সংস্থা আইডিয়া, এমসিড, বিটিএস ও প্রচেষ্টা-এর মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় মোট ৯২৬৯ টি পরিবারকে সহায়তা প্রদান করবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সভাপতি মিষ্ঠু বাগতি, সাবেক সভাপতি বিষ্ণু গোয়ালা, পঞ্চায়েত সম্পাদক কিরন গোয়ালা, প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম ভূঁইয়া, সিরাজুল ইসলাম ও তৌহিদুর রাহমান, হিলু কান্তি রায়, কমিউনিটি প্রোমোটার মো: সোহেল প্রমূখ।