জুড়ীতে ইয়াবাসহ ২ জন আটক

মৌলভীবাজারের জুড়ীতে ২৮ পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের নলডরি এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।

এ সময় তাদের নিকট ২৮ পিছ ইয়াবা পাওয়া যায়। আটককৃতরা হল ওই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মাতাব্বর আলীর পুত্র মমিন আহমদ (৩৫) ও মৃত আক্কাছ আলীর পুত্র জহিরুল ইসলাম (৩৫)। ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ