‘পৃথিবীর অনেক দেশের থেকে এগিয়ে বাংলাদেশের আইসিটি খাত’
দেশের আইসিটি খাত পৃথিবীর অনেক দেশের থেকে এগিয়ে বলে জানিয়েছে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসাও করেন তিনি।
এসময় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিকাশে নরওয়ে সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশা করেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য সরবরাহ, ইন্টারনেট কানেক্টিভিটি ও ঘরে বসেই বিনোদন কিভাবে চলমান রাখা যায় সে বিষয়ে আমরা কার্যক্রম শুরু করি।
আমরা করোনা বিষয়ক তথ্য সেবা, টেলিমেডিসিন সেবা, সুবিধাবঞ্চিতদের জন্য জরুরি খাদ্য সহায়তা, সেলফ করোনা টেস্টিংসহ অনেকগুলো নতুন সেবা যুক্ত করি হেল্পলাইন ৩৩৩ নম্বরে।