বিএনপি নেতা এম এ হক এর মৃত্যুতে ফজলুল হক আসপিয়ার শোক প্রকাশ

 

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ সরকারের সাবেক চীফ হুইপ ফজলুল হক আসপিয়া ও সুনামগঞ্জ জেলা যুবদল এর সভাপতি আবুল মনসুর মোঃ শওকত ।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ সরকারের সাবেক চীফ হুইপ, তিনবারের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়া, সুনামগঞ্জ জেলা যুবদল এর সভাপতি আবুল মনসুর মোঃ শওকত ও সুনামগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম। বিবৃতিতে প্রয়াত এম এ হক এর বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক আজ শুক্রবার (০৩ জুলাই ) সকাল ১০ ঘটিকার সময় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে সিলেট নগরীর নর্থইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। মৃত্যু কালে স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ