সিলেটের দুই ল্যাবে ১৩০ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে আরো ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ৭ জন ও শাবরি ল্যাবে ৫১ জন রয়েছেন।

মঙ্গলবার ওসমানী ল্যাবে বেড়েছে পরীক্ষার সংখ্যা। আগে এই ল্যাবে প্রতিদিন সর্বোচ্চ ১৮৮টি নমুনা পরীক্ষা হলেও মঙ্গলবার ২৮২ টি নমুনা পরীক্ষা হয়। এতে ৭৯ জনের করোনা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, প্রতিদিন ওসমানী ল্যবে দুই রাউন্ড পরীক্ষা হয়। তবে আজ তিন রাউন্ড পরীক্ষা হয়েছে। শনাক্ত হওয়া ৭৯ জন সিলেটের বিভিন্ন উপজেলার বাসিন্দা জানিয়ে তিনি বলেন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ ছাড়া সব উপজেলারই রোগী রয়েছেন।

এদিকে, শাহাজালাল বিশ্ববিদ্যালেয়র ল্যাবে আরো ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ১৭৮ টি নমুনা সংগ্রহ করা হয়।

এছাড়া পুরনো ছিলো আরো ১০৪ টি। ফলে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয় আজ। এরমাঝে ৫১ টি পজিটিভ শনাক্ত হয়। বাকীদের রেজাল্ট নেগেটিভ আসে।

এ বিভাগের অন্যান্য সংবাদ