দিরাইয়ে পৃথক দুটি মামলার ৩৬ জন আসামী গ্রেফতার
সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ অভিযান চালিয় রোববার (১৪ জুন) পৃথক দুটি মামলার ৩৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
করোনার সংক্রমন রুখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতায় নিরলস কাজ করে যাচ্ছে দিরাই থানা পুলিশ এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে করোনা পরিস্থিতিতে ও নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।
জানা যায়, এস আই আজিজুল রহমান রাসেলের নেতৃত্বে ২০ জন আসামীকে গ্রেফতার করা হয়। তারা সবাই শরীফপুর গ্রামের বাসিন্দা এবং এস আই ফজলুল হকের নেতৃত্বে রণভূমি গ্রামের ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম নজরুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দিরাই থানায় পৃথক দুটি মামলার ৩৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে।