খুলনা কোয়াবের সভাপতি জিয়া, সম্পাদক সোহান
দেশের ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটির খুলনা অঞ্চলের কমিটি গঠন হয়েছে। কমিটির সভাপতি হিসেবে অলরাউন্ডার জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের নাম ঘোষণা করা হয়।
জাতীয় দল কিংবা ঘরোয়া লিগের নিয়মিত মুখদের নিয়েই গঠিত হয়েছে কমিটি। জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান ছাড়াও মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, রবিউল ইসলাম রবি, নাহিদুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিলের মত ক্রিকেটাররাও আছেন এই কমিটিতে।
সাধারণ সম্পাদক নুরুল হাসান সোহান বলেন, ‘আসলে আমরা যারা খুলনার ক্রিকেটার তাদের খুলনায় খুব একটা থাকা হয় না। লকডাউনের কারণে প্রায় তিন মাস খুলনায় ছিলাম আমরা একসাথে। মূলত আমরা যখন শুরু করেছিলাম তখন যেরকম টুর্নামেন্ট, বিভিন্ন লিগ ছিল সেগুলো এখন হয়না সেভাবে। এ ছাড়া আমাদের খুলনার সিনিয়র কাজল ভাই (কাজী রিয়াজুল ইসলাম কাজল) মারা গেছে। সবকিছু মিলিয়ে কয়েকটা ইস্যু নিয়ে সবাই একত্রিত হয়েছি।’
সোহান আরো বলেন, ‘সবার চাওয়া খুলনায় যেন সবকিছু আবার আগের মত হয়, খেলা বাড়ে। সে জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। খুলনায় লিগ না হলে এসব নিয়ে খেলোয়াড়দের হয়ে কথা বলার লোক প্রয়োজন। এই কমিটির মূল লক্ষ্যই খুলনার ক্রিকেট উন্নতি। আর এসব কারণেই কমিটিটা করা।’