গোলাপগঞ্জে করোনায় আক্রান্ত ৭৩

সিলেটের গোলাপগঞ্জে পৌর কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী, ব্যাংকারসহ নতুন করে আরো ১৩ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন ও মৃত্যুবরণ করেছেন ১ জন।

বুধবার বিকেলে এই তথ্যটি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিনুর ইসলাম শাহিন বলেন, আক্রান্তদের মধ্যে আছেন পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, স্বরস্বতী গ্রামের একজন পুরুষ, লোকমান টাওয়ারের একজন নারী, কদমতলী এলাকার একজন পুরুষ, কদমতলী এলাকার সোনালী ব্যাংকের একজন পুরুষ কর্মকর্তা, বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামের তিনজন নারী, লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের একজন পুরুষ ও একজন নারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন নারী ও একজন পুরুষ। স্বাস্থ্যকর্মীদের মধ্যে একজনের বাড়ি ফুলবাড়ী ইউনিয়নে।

আরএমও আরো জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ায় তারা সবাই আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আক্রান্তদের বাড়ি ইতোমধ্যে লকডাউনসহ তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ