নলজুর নদীতে নৌযান চলাচলে প্রতিবন্দকতা তৈরি করেছে কচুরিপানা
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদী জুড়ে কচুরিপানা থাকায় নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন নদীতে নৌযান নিয়ে চলাচলকারী বিভিন্ন অঞ্চলের লোকজন।
জগন্নাথপুরে পানি বৃদ্ধি পাওয়ায় পানির সাথে বিভিন্ন স্থানে আটকে থাকা কচুরিপানা নদীতে চলাচল করতে থাকে। তবে বেশ কিছু দিন ধরে নলজুর নদী জুড়ে কচুরিপানা আটকে রয়েছে। নদীতে পানি চলাচল না করায় কোন দিকে যাচ্ছে না কচুরিপানা। এতে নদীর দুই দিক থেকে আসা নৌকাগুলো পড়েছে বিপাকে। কচুরিপানার কারণে নৌকা চলাচল করতে পারছে না।
এরপরও বিপদে আটকে গিয়ে অনেক ব্যক্তি এসব কচুরিপানার সাথে যুদ্ধ করে নৌকা নিয়ে পারপার হতে দেখা যায়। তাই নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে এসব কচুরিপানা সরিয়ে দিতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন ভূক্তভোগী জনতা।