সাবেক চেয়ারম্যানসহ জগন্নাথপুরে করোনা আক্রান্ত ৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে দিনে দিনে গ্রাস করছে প্রাণঘাতি করোনা। করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়ছে চারদিকে। একের পর এক বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। জনমনে বিরাজ করছে আতঙ্ক। এবার নতুন করে সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী সহ আরো ৫ জন আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে ২ জন উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বাসিন্দা ও ৩ জন জগন্নাথপুর পৌর এলাকার পৃথক গ্রামের বাসিন্দা। ৯ জুন তাঁরা করোনা রোগী হিসেবে সনাক্ত হন। ১০ জুন বুধবার তাঁদেরকে রাখা হয়েছে হোম আইসোলেশনে। তাঁদের পরিবারের সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। প্রতিবেশি বাড়িগুলোকে করা হয়েছে সতর্ক। এ নিয়ে জগন্নাথপুরে মোট ২৫ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ৭ সুস্থ হলেও অন্যরা রয়েছেন চিকিৎসাধীন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করে উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, নিজে বাঁচতে-পরিবারকে বাঁচাতে ও দেশকে সুরক্ষিত রাখতে এখন আরো কঠোরভাবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।