ছাতকে নতুন করে আরও ১২ জন আক্রান্ত

 

সুনামগঞ্জ জেলার ছাতকের জাউয়া এলাকার ৭৪ জনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। রবিবার কৈতক হাসপাতালে সন্দেহভাজন ৭৪ জনের নমুনা সংগ্রহ করেছেন হাসপাতালের আরএমও ডাক্তার মোজাহারুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম।

এলাকার বিভিন্ন গ্রামের সন্দেহভাজন ৪ জন স্বেচ্ছাসেবক সহ মোট ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে প্রেরণ করা করেন। মঙ্গলবার (০২জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের পিসি আর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ১২ জনের করোনা পজিটিভ আসে।

এর মধ্যে ১ জন স্বেচ্ছাসেবক রয়েছেন। গ্রাম ভিত্তিক কৈতক গ্রামের ৪ জন,রাউলি গ্রামের ৩ জন,জাউয়া গ্রামের ১ জন,কিদ্রা কাপন গ্রামের ১ জন, সৈদের গাঁও গ্রামের ১ জন, লক্ষমসোম গ্রামের ১ জন, আবিদ পুর গ্রামের ১ জনসহ মোট ১২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। কৈতক হাসপাতালের আরএমও ডাক্তার মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ