জকিগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যানসহ একদিনে করোনায় আক্রান্ত ১৪ জন।

 

সিলেটের জকিগঞ্জ উপজেলার
কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পরিবারের ৯ সদস্যসহ জকিগঞ্জে শনিবার ১৪ জনের করোনা সনাক্ত হয়েছে। তবে কারো তেমন কোনো উপসর্গ নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারি তাজুল ইসলাম সুমন জানান, ২৮ জুন জকিগঞ্জ থেকে যাদের নমুনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়েছিল তাদের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ এসেছে আজ। তারা হলেন, কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্কর(৬০), উপজেলা প্রকৌশলী আতাউর রহমান আজাদ(৫০), উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জকিগঞ্জ পৌরসভার আনন্দপুর গ্রামের শিহাব আহমদ(৩৮), শিহাব আহমদের স্ত্রী খালেদা রহমান চৌধুরী(৩০), তাদের শিশু সন্তান নাফিস(সাড়ে ৪),
শিহাব আহমদের বড় ভাই ফারুক আহমদ(৫২), ফারুক আহমদের স্ত্রী নাসিমা আক্তার(৩৮), তাদের সন্তান শামসুন নাহার(২২), কামরুন নাহার(২০), সুমাইয়া আক্তার(১৮), জাকারিয়া(১২), উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মনসুরুল হক(৪৮), ভূমি অফিসের অফিস সহায়ক মো. হুমায়ূন(২৭) ও পীরেরচকের আব্দুল হালিম(২১)।

আজ পর্যন্ত জকিগঞ্জে মোট ৩৯ জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে স্বাস্থ্যকর্মী, ব্যাংকার, পুলিশ, পল্লী বিদ্যুতের কর্মী, গৃহবধু রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ