ছাতকের ইছামতি বাজারে হাতধোয়ার পানির ট্যাংক স্থাপন ও মাস্ক বিতরণ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লাইমষ্টোন ইম্পোর্টের কেন্দ্রস্থল হিসেবে খ্যাত সীমান্তবর্তী ইছামতি বাজারে হাতধোয়ার পানির ট্যাংক স্থাপন এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের পক্ষ থেকে এসব মাস্ক বিতরণ ও পানির ট্যাংক স্থাপন করা হয়।
প্রতিষ্ঠিত ব্যবসা কেন্দ্র ইছামতি বাজারে বিভিন্ন এলাকার মানুষের আগমন ঘটে বলে ব্যবসায়ী সূত্রে জানা গেছে। সীমান্তবর্তী এলাকার মানুষ ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপ এ উদ্যোগ নিয়েছে বলে গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছেন। এসময় গ্রুপের জেনারেল সেক্রেটারী অরুন দাস, জয়েন্ট সেক্রেটারী রেনু মিয়া, অফিস সেক্রেটারী শেখ কামাল, অফিস সচিব জাহেদ আহমদ, ব্যবসায়ী ইলিয়াস মিয়াসহ ব্যবসায়ী এবং উপকারভোগি লোকজন উপস্থিত ছিলেন।
হাত ধোয়ার পানির ট্যাংক স্থাপন ও মাস্ক বিতরণ সর্ম্পকে ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানান, লাইমষ্টোন ইম্পোর্টের জন্য একটি প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ন বাজার ইছামতি। লাইমষ্টোন ইম্পোর্টকে কেন্দ্র করে ইছামতি বাজারে প্রতিদিনই ব্যবসায়ী, প্রাথর শ্রমিক ও আশপাশের প্রচুর মানুষের আগমন ঘটে এখানে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বাজার কেন্দ্রিক আশপাশের গ্রামের মানুষ সরকারী-বেসরকারী অনেক সুবিধা থেকেই তারা বঞ্চিত। গণসচেতনতামুলক প্রচার-প্রচারনাও এখানে নেই বললেই চলে। এসব বিষয়গুলো বিবেচনায় এনে গণসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গ্রুপের পক্ষ থেকে এ উদ্যোগটি নেয়া হয়েছে।