বড়লেখা হাসপাতালের ৩ চিকিৎসকের করোনা
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন চিকিৎসক। তাদেরকে হাসপাতালের কোয়ার্টারে আইসোলেশনে নেয়া হয়েছে।
ইতোমধ্যে হাসপাতালের ইমার্জেন্সী ছাড়া বাকি সব বিভাগ আগামী ২৬ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ১৭ মে হাসপাতালের এক ওয়ার্ডবয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর হাসপাতালের চিকিৎসকসহ ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে রিপোর্টে ৩ জন মেডিকেল অফিসারের করোনা পজিটিভ আসে।
এ নিয়ে বড়লেখায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রথম আক্রান্ত ব্যক্তি।