মৌলভীবাজরের জুড়ী উপজেলায় দুইজন আক্রান্ত

মৌলভীবাজরের জুড়ী উপজেলায় নতুন করে ২ জন করোনা আক্রান্ত হয়েছে।  এদের মধ্যে একজন গৃহিণী ও একজন  চা-বাগানের শ্রমিক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ মে তাঁরও নমুনা সংগ্রহ করা হয়।
জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা সমন্বয় কমিটির প্রধান ডাঃ শহিদুল আমিন ফরহাদ জানান, তাদের একজন সিলেটে চিকিৎসা নিতে গিয়ে করোনা ধরা পড়ে। অপরজনের নমুনা পাঠানো হয়েছিল। তিনি বিষয়টি জেনেছেন। নিয়ম অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ