চারশ’ ছাড়াল সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা
সিলেটে নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত সবাই সিলেট জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে বিশ্বনাথের ৪, ফেঞ্চুগঞ্জের ১ জন ও সিলেট সদরের ৮ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ১২৯ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন।
রোববার সিলেটে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জন শনাক্ত হন। এছাড়াও ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে সিলেট বিভাগের আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের ৪ জন।
এর আগে ১৬ মে সিলেটে ১৮ জন শনাক্ত হন। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এক গ্রামেরই ১৩ জন।