ছাত্রলীগ নেতা সুহেলের মৃত্যু, ছাতক ছাত্রলীগের শোক প্রকাশ
ছাতক উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা শহীদুল ইসলাম সুহেল আর নেই। তিনি বুধবার রাত ৮টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহীদুল ইসলাম সুহেল ছাতকের প্রতিষ্ঠাকালীন উপজেলা চেয়ারম্যান সুজন মিয়া চৌধুরী ও বিশিষ্ট্য ব্যাবসায়ী আরজ মিয়া চৌধুরীর ভাগনা এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর ফুফাতো ভাই।
সুহেলের আকস্মিক অকাল মৃত্যুতে ছাতক উপজেলা, পৌর ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।