পাঠানটুলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২৫ লাখ টাকার ক্ষতি

নগরীর পাঠানটুলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকাল ৮টার দিকে পাঠানটুলা পল্লবী সি ব্লকের যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়ার মালিকানাধীন ২০ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন ও স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ