তাহিরপুরে স্কুলব্যাগ ভর্তি গাঁজার চালানসহ আটক ২
স্কুল ব্যাগ ভর্তি ভারতীয় গাঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
রবিবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি টহল দল সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা হতে মাদক ব্যবসায়ীদের আটক করেছেন।আটককৃতরা হলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডুয়ার গ্রামের মৃত নিয়ামত খাঁনের ছেলে শহীদ মিয়া ও তার অপর সহযোগী একই উপজেলার একই ইউনিয়নের রাজাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে শামছুল হক। আটককৃতদের হেফাজত হতে স্কুল ব্যাগ ভর্তি দুই কেজি ভারতীয় গাঁজা, জিপি সিম সহ দুটি মোবাইল ফোন সেট ও নগদ ৩০২০টাকা জব্দ করা হয়।
রবিবার রাতে সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, উপজেলার বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল রবিবার রাতে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে ওই সীমান্তের রংগাছড়া নামক এলাকা হতে শহীদ ও শামছুল হককে স্কুল ব্যাগ ভর্তি গাঁজার চালান সহ আটক করেন।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আলামতসহ দুই মাদক ব্যবসায়ীকে রাতে থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়েছে।