তাহিরপুরে ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের উদ্যোগে ২শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহয়তাপ্রদান
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে কর্মহীন বেকার, হতদরিদ্র ও অসহায়২০০ শতাধিকপরিবারেমধ্যে খাদ্য সহয়তা প্রদান করেছে তাহিরপুর উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটেভ্রাতৃত্ব ফাউন্ডেশন।
শনিবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি পরিবারের মধ্যে ৪কেজি চাল, ৫শ’গ্রামমসুরডাল, ৫শ’গ্রামসয়াবিন তেল, ৫শ’গ্রাম পেয়াজ, ৫শ’গ্রামলবন, ১কেজি টমেটু, ১কেজি বেগুন, ১কেজি আলু১টি করে সাবান বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের সভাপতি আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ সভাপতি দলিল লেখক আলা উদ্দিন সরকার,সহ সভাপতি আশোকমিয়া, তোফায়েল আহমদ রয়েল, আক্তার হোসেন, রয়েল আহমদ, নুরআলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন তালুকদার, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, কোষাধ্যক্ষ জামাল হোসেন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান পরশ, দপ্তর সম্পাদক শেখ আলম, সদস্য মোজাম্মিল হকপ্রমুখ।