সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে ছুরিকাঘাতে জাকির হোসেন(২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় গয়াস মিয়া (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত জাকির বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকালে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি দোকানের সামনে এসে দাড়াঁয় জাকির। এসময় একই গ্রামের গয়াস তাকে চলে যেতে বলে। কিন্তু কি কারণে এখান থেকে সরে যেতে বলা হয়েছে সেটা জানতে চায় জাকির। এতেই হয় শুরু হয় কথাকাটাকাটি। পরে এক পর্যায়ে গয়াস তার সাথে থাকা ছুরি দিয়ে জাকিরের পেটে আঘাত করে। ঘটনাস্থলেই সে মারা যায়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘাতক গয়াস মিয়াকে আটক করে এবং লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ ময়না-তদন্তের জন্য প্রস্তুতি চলছে। ঘটনার সাথে সাথে ঘাতক গয়াস মিয়াকে আটক করা হয়েছে।